সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | এ ধারণাটি একদম নতুন হওয়াতে এটি লাভজনক ব্যবসা। একবার মূলধন বিনিয়োগ করা পর বড় কোনো খরচ নেই। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | জায়গা, দক্ষ কেমিস্ট ও কর্মী, রিবন বা বেল্ট ফিশ, অ্যাসিটিক অ্যাসিড, পেপসিন ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | সাধারণত রুপালি আঁশযুক্ত মাছে আঁশ থেকে মুক্তার নির্যাস প্রস্তুত করা হয়। রিবন বা বেল্ট ফিশ হলে ভালো হয়। প্রথমে মাছের আঁশ থেকে ছুরির সাহায্যে রুপালি উজ্জ্বল নির্যাস সংগ্রহ করে পানিতে ভালোভাবে নাড়াচাড়া করে উজ্জ্বল গুয়নিন স্কটিক-সমৃদ্ধ নির্যাস সংগ্রহ করতে হয়। এপর তলানীতে পড়ে থাকা গাঢ় তরল পদার্থে অল্প পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড এবং ০.২৫ পেপসিন মিশিয়ে ৪৮ ঘণ্টা রেখে দেওয়া হয়। এরপর ডি-প্রোপিনাইজজ গুয়ানিন-সমৃদ্ধ স্কটিক পদার্থে বের করে এর দ্রবণে মিশ্রিত করতে হয়। গুয়ানিন-সমৃদ্ধ স্কটিক পদার্থ দ্বারা দু-তিনবার ধুয়ে চর্বি বের করে দিতে হবে। এরপর যান্ত্রিক পদ্ধতিতে মুক্তা তৈরি করে গলিত মোমের সাহায্যে সংরক্ষণ করতে হয়। |
|||
বাজারজাতকরণ: | উন্নত মানের এসব মুক্তা বিভিন্ন জুয়েলারি তৈরিতে ব্যবহৃত হয়। তা ছাড়া এর প্রচুর বৈদেশিক চাহিদাও রয়েছে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই, তবে দক্ষ কেমিস্ট ও দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন