সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | সদস্যপ্রতি সাঁতার শেখানোর জন্য মাসে ৫-৮ হাজার টাকা ফি নেওয়া হয়। |
|||
সুবিধা: | বাড়ির ছাদে সুইমিং পুল তৈরি করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সুইমিং পুল, সুইমিং ড্রেস ও অভিজ্ঞ প্রশিক্ষক। |
|||
প্রস্তুত প্রণালি: | ভোক্তার সুবিধা বিবেচনা করে জায়গা নির্বাচন করা উচিত। বাড়ির ছাদ ভাড়া নিয়ে সুইমিং পুল তৈরি করা যায়। তা ছাড়া সুইমিং ভাড়া নিয়েও নির্দিষ্ট দিনে সাঁতার শেখানো যাবে। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। আশপাশের এলাকায় ভোক্তাদের জানানোর জন্য বিজ্ঞাপন এবং লিফলেট দিয়ে প্রচার করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | সাধারণত ৮-২০ বছরের যেকোনো ছেলেমেয়ে এ ব্যবসায়ের প্রধান ভোক্তা। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই।
|
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন