সম্ভাব্য পুঁজি: | ৪০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ছাত্রছাত্রী ভর্তির ওপর লাভ নির্ভর করবে। মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | এটি যুগোপযোগী একটি ব্যবসা। এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে বলে এটি লাভজনক। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ব্যাট, বল, প্যাড, গ্ল¬াভস, কোচ, মাঠ ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে একাডেমির জন্য মাঠ নির্ধারণ করতে হবে। একাডেমির আশপাশে স্কুল বা কলেজ বা স্টেডিয়াম ভাড়া নিতে হবে। ব্যাটিং, বোলিংয়ের জন্য আলাদা আলাদা প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। সবশেষে একাডেমির আশপাশের এলাকায় বিজ্ঞাপন দিয়ে ব্যবসার কাজ শুরু করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | ৬ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েরা এ ব্যবসায়ের প্রধান ভোক্তা। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে দক্ষ কোচ নিয়োগ দিতে হবে |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন