সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বাড়ি, খাট, কেবিনেট, পড়ার টেবিল, অভিজ্ঞ লোকবল, নিরাপত্তাকর্মী ও বাবুর্চি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই হোস্টেলের জন্য বাড়ি নির্বাচন করতে হবে। কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার আশপাশে এ ব্যবসা জমজমাট হয়। বাড়ি ভাড়া করা হলে এবার হোস্টেল সাজাতে হবে। সাধারণ একটি ঘরে তিন-চারজন থাকার ব্যবস্থা করা হয়। সে ক্ষেত্রে প্রত্যেকের জন্য একটি খাট ও একটি কেবিনেট পড়ার টেবিলের ব্যবস্থা করতে হবে। এ ধরনের হোস্টেল-ব্যবস্থাপনার জন্য দু-তিনজন লোক হলেই চলবে। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মী এবং কিচেনে একজন বাবুর্চি ও দুজন সহকারী নিয়োগ দিতে হবে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্টার ও হ্যান্ডবিল বিলি করে ব্যবসা শুরু করা যেতে পারে। |
|||
বাজারজাতকরণ: | কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা এসব হোস্টেলের ভোক্তা। |
|||
যোগ্যতা: | হোস্টেল পরিচালনায় নীতিমালা তৈরি করতে হবে এবং সে অনুযায়ী দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন