সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এ ব্যবসায় গ্রাহকের সঙ্গে প্রতিবার আলোচনায় নির্দিষ্ট অঙ্কের ফি পাওয়া যায়। এ ছাড়া বাইরের বিশ্ববিদ্যালয়ে আবেদন বা ভিসা প্রসেসিংয়ে আলাদা ফি পাওয়া যায়। |
|||
সুবিধা: | উচ্চ মাধ্যমিক পাস করে অনেকেই বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। আবার অনার্স বা মাস্টার্সে ভালো নম্বর থাকলে বাইরের দেশে স্কলারশিপ পাওয়া যায়। এসব বিষয়ে শিক্ষার্থীদের দরকার হয় এডুকেশনাল কনসালটেন্সি। তাই এখন কনসালটেন্সি ফার্ম একটি যুগোপযোগী ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার, অফিস, প্রয়োজনীয় লোকবল। |
|||
প্রস্তুত প্রণালি: | শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারে, এমন জায়গায় অফিস নির্বাচন করতে হবে। গ্রাহকদের জন্য বসার ব্যবস্থা থাকতে হবে। উচ্চতর শিক্ষার জন্য বিদেশে ভর্তি, ভিসা তথ্য সম্পর্কে জানানোর জন্য ছোট ক্যাটালগ রাখতে হবে। |
|||
বাজারজাতকরণ: | যেসব শিক্ষার্থী উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী তারাই এ ব্যবসার ভোক্তা। |
|||
যোগ্যতা: | এ ব্যবসায় গ্রাহককে বিভিন্ন বিষয় বোঝাতে হয়। তাই যেকোনো বিষয় বুঝিয়ে বলার ক্ষমতা থাকতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় সমান দক্ষতা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন