সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | আয় নির্ভর করবে ব্যবসার পরিধি ধরন ও পণ্য সরবরাহের উপর। ছোট আকারে শুরু করলেও সব খরচ বাদ দিয়ে মাসে ৩০-৩৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | প্রয়োজনীয় জিনিসটি কিনতে এখন আর ক্রেতাকে বাজারে ছুটতে হয় না। বাজারের জিনিসই চলে আসছে দোরগোয়ায়। অনলাইন শপের এই ধারণা বাংলাদেশে নতুন হওয়ায় এটি একটি সম্ভাবনাময় ব্যবসা। এটি যুগোপযোগী একটি ব্যবসা। এর চাহিদা ক্রমবর্ধনশীল এবং বাজার নতুন ধারনা বলে লাভজনক। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অফিস, দুই তিন জন কর্মী। |
|||
প্রস্তুত প্রণালি: | অনলাইন ব্যবসা শুরু করার আগে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। ক্রেতাদের সাথে যোগাযোগ সহজ হবে এমন জায়গায় অফিসের জায়গা নির্বাচন করতে হবে। প্রয়োজন হবে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট। এরপর যে সব পণ্য বিক্রি করা হবে তার ছবি তুলে মূল্য উল্লেখ করে ওয়েবসাইটে দিতে হবে। একই ভাবে সেবার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ বা কোন শর্ত আছে কিনা তাও উলে¬খ করতে হবে। বিক্রি করা যাবে এমন পণ্যগুলো হলো, বই, উপহার সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ, আসবাব পরিধেয় বস্ত্র। পণ্য সরবরাহের জন্য যোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যবসার কাজ শুরু করতে হবে। প্রচারের নানা উদ্যোগ নিতে হবে। |
|||
বাজারজাতকরণ: | ইন্টারনেটের সাথে যুক্ত এমন যে কেউ এ ব্যবসার ভোক্তা হবেন। |
|||
যোগ্যতা: | অনলাইন সম্পর্কে খুব ভাল ধারণা থাকতে হবে। পণ্য পৌছে দেয়ার জন্য দক্ষ লোক নিয়োগ দিতে হবে। ভাল পণ্য দ্রুততার সাথে পৌছানো ছাড়া আর বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন