সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক একর জমিতে স্টেভিয়াা চাষ করে বছরে ৪ লাখ টাকা আয় করা সম্ভব । |
|||
সুবিধা: | স্টেভিয়ার এমন এক ধরনের গাছ যা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। গাছের পাতাকেই চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। তবে ইচ্ছে করলে পাতা গুড়া করে বা পেষ্ট করেও ব্যবহার করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | স্টেভিয়া গাছের চারা, কৃষিজমি, সার, সেচের যন্ত্রপাতি, লোকবল। |
|||
প্রস্তুত প্রণালি: | স্টেভিয়া গাছ উঁচু দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটিতে ভালো হয়। চারা বপনের আগে ৪/৫ বার চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরা ও জমি সমান করে নিতে হবে। মূল জমিতে রোপণ করার আগে স্টেভিয়ার বীজ থেকে চারা গজিয়ে নেওয়া ভালো। টিস্যু কালচার এর চারা দিয়েও চাষ করা যায়। গাছের কাটিং বা শাখা কলম থেকেও চাষ করা যায়। একটি চারা থেকে আর একটি চারার দূরত্ব ৬-৭ ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব ১৮-২০ ইঞ্চি হলে ভালো হয়। গোবর ও খৈল সার হিসাবে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। রোপণ করার পর স্টেভিয়ার ক্ষেতে বারবার সেচ দিতে হবে। শুকনো মৌসুমে একদিন পর পর সেচ দিতে হবে। গাছে লক্ষ্য রাখতে হবে যাতে পানি জমে না থাকে। গাছ রোপনের ৬ মাস পর থেকেই পাতা তোলা যায়। একটি গাছ বহু বছর বাঁচে। |
|||
বাজারজাতকরণ: | দেশের চিনির বাজারে বিক্রয় করে বিদেশেও রপ্তানি করা সম্ভব । |
|||
যোগ্যতা: | চাষ পদ্ধতি জেনে নেয়া প্রয়োজন । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন