সম্ভাব্য পুঁজি: | ২০০০০০০ টাকা থেকে ১০০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | উৎপাদন শুরু হলে মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | চা দেশে কিংবা বিদেশে সবখানেই জনপ্রিয় একটি পানীয় । এর চাষ লাভজনক । একবার চা বাগান করলে তা থেকে ৫০ বছরেরও বেশি সময় ফলন পাওয়া যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ঢালু জমি , চা গাছ |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে জমি চারা রোপণের জন্য প্রস্তুত করতে হবে । এরপর পদ্ধতি অনুযায়ী চারা রোপণ করতে হবে । চারার গোঁড়ায় মালচ বিছিয়ে দিতে হবে । উপযুক্ত সময়ে চা গাছ ছাঁটাই ও পাতা সংগ্রহ করতে হবে । চা পাতা সংগ্রহের পর পাতা কারখানায় দিতে হবে প্রক্রিয়াজাতকরণ এর জন্য । |
|||
বাজারজাতকরণ: | দেশে বিদেশে সবত্রই চা পাতার কদর রয়েছে। |
|||
যোগ্যতা: | চা চাষের উপর প্রশিক্ষন নিতে হবে । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন