সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ৫০ শতক জায়গায় সূর্যমুখী চাষ করে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | সূর্যমুখী একটি তৈলবীজ। সূর্যমুখীর তেল প্রসাধনী শিল্পের কাঁচামাল। ভোজ্যতেল হিসেবেও একটি বহুল ব্যবহ্যত। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সূর্যমুখী বীজ, ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম ও গোবর সার এবং কৃষি জমি। |
|||
প্রস্তুত প্রণালি: | আশ্বিন-কার্তিক কিংবা বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সূর্যমুখী বীজ বপনের উপযুক্ত সময়। জমি ভালোভাবে চাষ দিয়ে সারি করে বীজ বপন করতে হবে। সারি থেকে সারির দূরত্ব হবে ১.৬ ফুট। জমি চাষের সময় ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম ও গোবর সার দিতে হবে। চারা গজানোর ২০-২৫ দিন পর এবং দেড় মাসের মাথায় ইউরিয়া সার দিতে হবে। চারা গজানোর তিন মাস পর ফসল তোলা যাবে। |
|||
বাজারজাতকরণ: | ভোজ্যতেল কারখানার মালিক এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | সূর্যমুখী চাষ সম্পর্কে জানতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন