সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ৫০০ লেবুগাছ থেকে বছরে গড়ে ৭৫ হাজার লেবু পাওয়া যায়। এক হাজার লেবুর পাইকারি বাজারমূল্য ৭০০ থেকে ৮০০ টাকা। |
|||
সুবিধা: | বাড়ির আনাচকানাচে ফেলে রাখা জমিতেও লেবু চাষ করা যায়। একবার লেবু বাগান করতে পারলে কমপক্ষে ১০ বছর আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | লেবুর চারা/লেবুর কলম, কৃষিজমি, সার, শ্রমিক, গাছে ঠেকনা দেবার জন্য বাঁশ। |
|||
প্রস্তুত প্রণালি: | অশ্বিন মাস মূলত লেবু চাষের উপযুক্ত সময়। জমি চাষ দিয়ে মাটির আলগা ভাব রাখতে হয়। প্রতি ৪ ফুট অন্তর গর্ত করে গোবর, ইউরিয়া, টিএসপি, এসপি সার মিশিয়ে ২ দিন পর লেবুর চারা রোপণ করতে হবে। এরপর নিয়মিত সার এবং পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন পাতা সাদা না হয়ে যায়। প্রয়োজনে পোকানাশক ওষুধ ব্যবহার করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | সাধারণত লেবুগাছে ফলন আসতে এক বছর সময় লাগে। তবে, কলমের গাছ লাগাতে পারলে চাষের বছরেই ফল পাওয়া যায়। গ্রাম-শহর সর্বত্রই লেবুর চাহিদা রয়েছে। পাইকাররা বাগানে এসে লেবু কিনে নেয়। |
|||
যোগ্যতা: | লেবু চাষে প্রশিক্ষণ নিলে ভালো। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন