সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক একর জমিতে ১ হাজার মণ লবণ উৎপাদন করা যায়। এক মণ লবণের দাম ২০০ থেকে ৪০০ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | জমি, পাটি, দুলা, গবা, বড় চামচ আকৃতির লাঠি ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | আমাদের দেশে লবণ চাষের জন্য সেই পুরোনো পদ্ধতি এখনো অনুসরণ করা হয়। যা অনেক ধীরগতিসম্পন্ন। এখানে এখনো আধুনিক প্রযুক্তির ব্যবহারে সমুদ্রের পানিকে বাষ্পীভূত করে লবণ উৎপাদন শুরু হয়নি। এটি সম্ভব হলে লবণ উৎপাদনের এখনকার তুলনায় কয়েক গুণ বাড়ত। এখনো আমাদের দেশে লবণ চাষের জন্য চাষিরা সমুদ্রের জোয়ারের অপেক্ষায় বসে থাকে। জোয়ারের পানি আটকে রোদে পানি বাষ্পীভূত করে মূলত লবণ উৎপাদন করা হয়। |
|||
বাজারজাতকরণ: | মহাজনেরা নিজেরাই এসে লবণ কিনে নেয়। তবে লবণ বাজারজাতকারী ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ করেও লবণ বিক্রি করা যায়। লবণের মজুত করতে পারলে অধিক লাভ পাওয়া যায়। |
|||
যোগ্যতা: | বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন