সম্ভাব্য পুঁজি: | ৩০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | সাধারণত ৫০ শতক জমিতে প্রায় ১০০ থেকে ১৫০ মণ হলুদ পাওয়া যায়। প্রতি মণ হলুদ বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। |
|||
সুবিধা: | হলুদ চাষে শুধু প্রথমবার হলুদ কিনতে হবে। পরে নিজের খেতে হলুদ দিয়েই পরবর্তী আবাদ করা যাবে। হলুদের তেমন কোনো রোগ নেই। তাই কীটনাশকও লাগে না। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | নিজস্ব জমি। বাড়ির আশপাশের আঙিনা, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ও হলুদ। |
|||
প্রস্তুত প্রণালি: | চৈত্র মাসের শেষ ও বৈশাখ মাসের শুরুতে হলুদ চাষের উপযুক্ত সময়। প্রথমে জমি চাষ দিয়ে সারিবদ্ধভাবে হলুদের টুকরো বপন করতে হয়। কিছু দিন পর চারা গজায়। নিয়মিত পানি দেওয়া ছাড়া আর তেমন কোনো যত্নের প্রয়োজন নেই। পৌষ-মাঘ মাসে হলুদ তোলার উপযুক্ত হয়। |
|||
বাজারজাতকরণ: | পাইকারি হলুদ বিক্রেতারা এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে স্থানীয় কৃষি অফিস থেকে হলুদ চাষ সম্পর্কে জেনে নিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন