সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | পানিবেষ্ঠিত এলাকায় এক মৌসুমে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে এক একরে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ থাকে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বীজ, বাঁশের মাচা। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে পানিতে দাঁড়িয়ে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা, শ্যাওলা, দুলালী লতা ইত্যাদি সংগ্রহ করে পানির ওপর দুই ফুট পুরু স্তুপ তৈরি করতে হবে। সাধারণত একটি ভাসমান ধাপ ১০০ থেকে ১৮০ ফুট দীর্ঘ ও চার ফুট প্রশস্ত হয়। তবে এ ধাপে সরাসরি সবজি বীজ বপন করা যায় না। বীজ বপনের জন্য একমুঠো টেপাপানা ও দুলালী লতার মধ্যে নারকেলের ছোবড়া গুঁড়া দিয়ে তৈরি হয় দেল¬া। এ দেল¬ার মধ্যে অঙ্কুরিত সবজিবীজ পুঁতে রাখা হয়। পাঁচ ছয় দিন পর পর ভাসমান ধাপের নিচের কচুরিপানার মূল বা শ্যাওলা সবজি গাছের গোড়ায় বিছিয়ে দিতে হয়। একটু ধৈর্য সহকারে পরিচর্যা করলেই পানির মধ্যেই সবজি চাষ করে আয় করা সম্ভব। |
|||
বাজারজাতকরণ: | পাইকারি সবজি-বিক্রেতারা এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | ভাসমান ধাপ পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন