সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | দিনে ৩০০ থেকে ৮০০ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে অধিক লাভজনক ব্যবসা। এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই ভ্যান নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | একটি ভ্যানগাড়ি, বিভিন্ন ধরনের ফল। |
|||
প্রস্তুত প্রণালি: | ক্রেতার কাছে পৌঁছানোর আগে খুবই সতর্কতার সঙ্গে ফল সংগ্রহ করতে হবে, যেন নষ্ট ফল না থাকে। |
|||
বাজারজাতকরণ: | লোকসমাগম আছে, যেমনÑ বাজার, বাসস্ট্যান্ড, অফিসপাড়া, আবাসিক এলাকার ভেতরে কিংবা মহল্ল¬ায় ঘুরে ঘুরে ক্রেতার চাহিদা অনুযায়ী ফল বিক্রয় করা এর মূল কাজ। সকল সাধারণ মানুষরাই এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন